নজরে পঞ্চায়েত নির্বাচন। একের পর এক জেলাসফর তৃণমূল (TMC) সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম, মালদহ, বর্ধমানের পরে এবার তাঁর গন্তব্য জঙ্গলমহল। তিনদিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।
একনজরে মুখ্যমন্ত্রী সফরসূচি-
• ১৫ ফেব্রুয়ারি দুপুর ৩টে নাগাদ জামশেদপুর থেকে রাঁচি হয়ে হেলিকপ্টারে পুরুলিয়ায় পৌঁছবেন।
• ওইদিন পুরুলিয়ার সার্কিট হাউসে রাত্রিবাস।
• ১৬ ফেব্রুয়ারি বেলা ১২টায় পশ্চিম মেদিনীপুর কলেজের মাঠে প্রশাসনিক জনসভা।
• দুপুর ২টোয় পুরুলিয়ার শিমুলিয়া ব্যাটারি গ্রাউন্ডেও জনসভা।
• রাতে পুরুলিয়া সার্কিট হাউসে রাত্রিবাস।
• ১৭ ফেব্রুয়ারি, বেলা ১১টা নাগাদ হেলিকপ্টারে পুরুলিয়া থেকে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা।
• বেলা ১২টা নাগাদ বাঁকুড়াতেও প্রশাসনিক জনসভা।
পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান পৌঁছে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। ঘরে ঘরে পরিষেবা পৌঁছে দিতে এবং অভাব-অভিযোগ শুনতে বাড়ি বাড়ি যাচ্ছন ‘দিদির দূত’রা। এর পাশাপাশি রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমের জেলায় নিজেই পৌঁছতে চাইছেন তৃণমূল সুপ্রিমো।