স্টিফেনেই ভরসা লাল-হলুদের, বাড়তে চলেছে চুক্তি : সূত্র

0
1

ইস্টবেঙ্গল এফসির কোচ স্টিফেন কনস্ট‍্যান্টাইনের ওপর আস্থা রাখতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল। সূত্রের খবর, স্টিফেনের সঙ্গে আরও দু-বছর চুক্তি বাড়াতে চলেছে লাল-হলুদ শিবির।

জানা যাচ্ছে, লাল-হলুদের কোচিং পদ্ধতিতে মুগ্ধ ক্লাব কর্তারা। দল গঠনে এবারেও অনেক দেরি হয়ে গিয়েছিল শ্রী সিমেন্টের সঙ্গে বিচ্ছেদের সময় পর্বে। শেষ দিকে কোনওরকমে দল নামিয়েছে ইস্টবেঙ্গল এফসি। আর সেই দল নিয়ে এখনও পযর্ন্ত চলতি আইএসএল-এ ইস্টবেঙ্গল পাঁচ ম্যাচে জয় পেয়েছে। আইএসএল-এর কোনও সিজনে এত জয় আগে পায়নি ইস্টবেঙ্গল। আর কোচের লক্ষ‍্য যতদূর সম্ভব উঁচুতে ফিনিশ করাই। কোচের এই বাস্তববাদী দর্শনেই মুগ্ধ ক্লাব কর্তারা।

কিছুদিন আগে স্টিফেন বলেছিলেন,”শেষ মুহূর্তে যা পেয়েছি, তা নিয়েই দল। চালাতে হচ্ছে। তারপরেও সমালোচনা করা হচ্ছে। আমাকে যদি পুরো মরশুমটা সময় দেওয়া হয় তাহলে এই দল নিয়েই পরের মরশুমে ভাল রেজাল্ট করার চেষ্টা করতাম। ভাল ফুটবলার নেই। দল গঠনের জন্য সময় পাওয়া নেই। শুধু সমালোচনা শুনতে হবে। ভেবে দেখা হোক। ভাল ফুটবলার দিতে না পারলে, সাফল্যের জন্য কোচকে সময় তো দিতে হবে!”

আরও পড়ুন:ভারতে এসে পাকিস্তানের একদিনের বিশ্বকাপ না খেলার হুমকি নিয়ে এবার মুখ খুললেন অশ্বিন