প্রেমের প্রিভিউ থেকে শুরু করে মরু শহরে মালা বদলের মুহূর্ত, অবশেষে সুসম্পন্ন হল সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণীর (Siddharth Malhotra & Kiara Advani wedding) পরিণয়। প্রকাশ্যে এলেন নবদম্পতি, ক্যামেরায় ধরা পরল বরকনের চোখে মুখে ফুটে ওঠা ভালবাসার ঝিলিক।
বলিউডের অন্যতম হার্টথ্রব সিদ্ধার্থের বিয়ে বলে কথা! প্রথমে মনে করা হচ্ছিল সোমবার সাতপাক ঘুরবেন সিড-কিয়ারা (Sid Kiara)। যদিও পরে জানা যায় মঙ্গলেই মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করেছে দুই পরিবার। পাঞ্জাবি বর আর সিন্ধি কনের মেগা বিয়ে রাজস্থানি ছোঁয়ায় ভরপুর। গোলাপ দিবসে সেখানে শুধুই গোলাপি আভা। সিদ্ধার্থকে বিয়ের মণ্ডপ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ব্যান্ড পার্টির হাতে গোলাপি ফুলের ছাতা। প্রাসাদের বাগানে থাকা একটি ছোট জলাশয়ের মধ্যে উঁচু বেদিতে বিয়ের মণ্ডপ তৈরি করা হয়েছিল। জলাশয়টিকে গোলাপি ফুলের পাঁপড়ি দিয়ে সাজানোর পর তার চারপাশে ছড়িয়ে দেওয়া হয় গোলাপি ফুল। ঝাড়লন্ঠনও ছিল গোলাপি রঙের।
বিকেল সাড়ে তিনটের কিছু সময় পরে বিয়ের অনুষ্ঠান শুরু হয়। চিরাচরিত লাল রং নয়, বরং মণীশ মালহোত্রার ডিজাইন করা স্পেশাল অফ বিট লেহেঙ্গাতে ছিল হালকা গোলাপি আভা। বিকেলের পর থেকেই উইকিপিডিয়ায় সিদ্ধার্থ এবং কিয়ারার স্টেটাস বদলে গেছে বলে দেখা যায়। কিন্তু ছবি কেন প্রকাশ্যে আসছিল না এই নিয়ে জল্পনা বাড়ছিল। অবশেষে প্রতীক্ষিত সেই মুহূর্ত ধরা পড়ল সোশ্যাল মিডিয়ায়। বলিউডের আরও এক প্রেমের গল্প পরিণতি পেল ভ্যালেন্টাইন্স উইকের প্রথম দিনেই।