চিড়িয়াখানায় ছাগল আনা হয়েছিল, কিন্তু সেই ছাগল যে এভাবে ডিনার প্লেটে চলে যাবে সেটা বোধহয় কেউই ভাবতে পারেন নি। ছাগল কেটে রান্না করে ক্রিসমাস পার্টিতে খেয়ে ফেলার অভিযোগ উঠল খোদ চিড়িয়াখানার প্রাক্তন ডিরেক্টরের বিরুদ্ধে। দক্ষিণ মেক্সিকোর (Mexico zoo) একটি চিড়িয়াখানার ঘটনা প্রকাশ্যে আসতেই চারিদিকে জোর আলোচনা শুরু হয়েছে।
আশ্চর্য ঘটনাটি ঠিক কী করে ঘটল? মেক্সিকোর পরিবেশ দফতরের বন্যপ্রাণী বিভাগের অধিকর্তা ফার্নান্দো রুইজ গুতেরেসের তরফে বলা হয়েছে, চিড়িখানার ভিতরেই ৪টি পিগমি প্রজাতির ছাগল (pygmy goat) কেটে ইয়ার এন্ডিং পার্টিতে সেগুলি রান্না করে খাওয়ার অভিযোগ চিড়িয়ানার প্রাক্তন ডিরেক্টর হোসে রুবেন নাভার বিরুদ্ধে। যেহেতু ঐ ছাগল মানুষের খাওয়ার উপযোগী নয় তাই সেক্ষেত্রে চিন্তায় চিকিৎসকেরাও।