নন্দীগ্রামে তৃণমূলকর্মীর বাড়িতে হামলা। অভিযোগের তির বিজেপির (BJP) বিরুদ্ধে। তৃণমূলকর্মী বলে পরিচিত সঞ্জয় দাসের (Sanjay Das) নির্মীয়মান বাড়িতে আগুন লাগানো হয় বলে অভিযোগ। কিছুদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। সেই কারণেই রাজনৈতিক প্রতিহিংসাবশত এই হামলা বলে অভিযোগ তৃণমূলের।
মঙ্গলবার, সকালে সঞ্জয় দাসের বাড়িতে কয়েকজন দুষ্কৃতী আগুন লাগিয়ে দেয়। তারপর কয়েকটি বোমাও পড়ে। বোমার শব্দে তৃণমূল কর্মী বাইরে চিৎকার করলে অভিযুক্তরা পালিয়ে যায়। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ায়। কিছুদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূল যোগ দেন সঞ্জয় দাস। তাই প্রতিহিংসায় এরকম ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ তাঁর। ঘটনার তদন্তে নেমেছে নন্দীগ্রাম থানার পুলিশ।