সুন্দরবনে ফের বাঘের হামলায় মৃ*ত্যু হল এক কাঁকড়া শিকারির। সোমবার ভোর রাতে SSKM হাসপাতালে মৃ*ত্যু হয় সঞ্জয় চক্রবর্তীর (Sanjay Chakraborty)। কয়েকদিন আগে এলাকার ৩ সঙ্গীকে নিয়ে সুন্দরবনের গভীরে কাঁকড়া শিকারে গিয়েছিলেন কুলতলির মৈপীঠের নগেনাবাদের বাসিন্দা সঞ্জয়। শুক্রবার সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় নৌকোয় বসেছিলেন সকলে। সেইসময় হঠাৎই জঙ্গল থেকে করে একটি রয়্যাল বেঙ্গল টাইগার (Tiger) বেরিয়ে আসে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। সঞ্জয়কে পিছন থেকে আক্রমণ করে। বাঘের হামলায় নৌকো থেকে পড়ে যান তিনি। এরপর বাঘটি সঞ্জয়ের ঘাড়ে থাবা বসাতে থাকে। সঙ্গীরাও পাল্টা নৌকার বৈঠা, লাঠি নিয়ে তাড়া করে বাঘটিকে। শিকার ছেড়ে জঙ্গলে মিলিয়ে যায় সেটি।
রক্তক্ষরণ শুরু হয় জখম সঞ্জয়ের। নৌকোয় চাপিয়ে রবিবার ভোরে কুলতলি আনা হয় সঞ্জয়কে। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা কলকাতায় রেফার করে। দুপুরে ভর্তি করা হয় এসএসকেএমে। ভোর রাতে মৃ*ত্যু হয় সঞ্জয়ের। বাড়িতে স্ত্রী ও দুই নাবালক ছেলেমেয়ে আছে। ইতিমধ্যে বনদফতরের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। কাঁকড়া শিকারিদের কাছে বৈধ অনুমতিপত্র ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন।
আরও পড়ুন- চেনা মেজাজে মমতা: ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো, রাস্তার দোকানে ভাজলেন সিঙাড়া-সাজলেন পান




































































































































