হাতে আর মাত্র কয়েকটা দিন। আর তারপরই উত্তর পূর্বের রাজ্য নাগাল্যান্ডে (Nagaland) বিধানসভা নির্বাচন (Assembly Election)। ইতিমধ্যেই নির্বাচনকে কেন্দ্র করে জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি। আগামী ২৭ শে ফেব্রুয়ারি নাগাল্যান্ড বিধানসভার নির্বাচন। তার আগে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। যা জানলে আপনিও অবাক হতে বাধ্য। সে রাজ্যে এখনও পর্যন্ত মনোনয়ন জমা দিয়েছেন মাত্র ৬ জন প্রার্থী। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আগামীকাল অর্থাৎ মঙ্গলবারই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। কিন্তু এমন আশ্চর্যজনক সংখ্যা দেখে রীতিমতো তাজ্জব রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে গত বিধানসভা নির্বাচনেই নাগাল্যান্ডে শেষ মুহূর্তে জোটসঙ্গীর (Alliance) হাত ছেড়ে দেওয়ার ঘটনা সামনে এসেছিল। এবারেও সেই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে তা নিয়ে সংশয়ে অনেকেই।
সম্প্রতি এক নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত যে ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন বিজেপির এক প্রার্থী। দু’জন প্রার্থী রয়েছেন বিজেপির জোটসঙ্গী ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টির (Democratic Progressive Party)। এছাড়াও রয়েছেন দুই নির্দল প্রার্থী এবং একজন নাগাল্যান্ডের নতুন দল রাইজিং পিপলস পার্টির (Rising Peoples Party)। প্রসঙ্গত, উত্তর-পূর্বের এই রাজ্যে বিজেপি দ্বিতীয়বার ক্ষমতা দখলের লড়াইয়ে নামছে। এনডিপিপির সঙ্গে হাত মিলিয়েছে গেরুয়া শিবির (BJP)। ৬০ আসনের বিধানসভা নির্বাচনে বিজেপি লড়াই করবে ৪০ এবং এনডিপিপি প্রতিদ্বন্দ্বিতা করছে ২০টি আসনে। কংগ্রেস ২৫ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। পাশাপাশি বিরোধী দল নাগা পিপলস ফ্রন্ট (Naga Peoples Font) এখনও পর্যন্ত ২২টি আসনে প্রার্থীদের নাম জানিয়েছে।
এছাড়াও লোক জনশক্তি পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিও মনোনীত প্রার্থীদের নাম জানিয়েছে। কিন্তু মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন হলেও এখনও পর্যন্ত মাত্র ৬ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। সেখানেই দানা বাধছে রহস্য। তবে কী নির্বাচনের আগে আরও কিছু অপেক্ষা করছে নাগাল্যান্ডবাসীর জন্য? তবে কী কারণে এখনও প্রার্থীরা মনোনয়ন জমা দেননি তার সঠিক কারণ এখনও জানা যায়নি।