ট্রাক (Truck) ও অ্যাম্বুলেন্সের (Ambulance) মুখোমুখি সংঘর্ষ। সোমবার ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের। শিলিগুড়ির (Siliguri) ফুলবাড়ি (Fulbari) এলাকার আমাইদিঘিতে ঘটে দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর, সোমবার ভোরে জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে শিলিগুড়িতে রোগী নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে একটি অ্যাম্বুল্যান্স। দুমড়ে মুচড়ে যায় অ্যাম্বুল্যান্সটি। এদিকে দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। পাশাপাশি আরও ৩ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, মৃতরা হলেন অ্যাম্বুল্যান্স চালক প্রশান্ত রায় (৫০), যাত্রী বাপন ঘোষ (৩৫) এবং রীতা সাহা। গুরুতর আহত হয়েছেন মুক্তি সাহা, গোপাল কর এবং মৃদুল সাহা। সোমবার ভোর রাতে ময়নাগুড়ির বাসিন্দা মুক্তি সাহাকে উত্তরবঙ্গ মেডিক্যালে নিয়ে আসা হচ্ছিল। পরিবার সূত্রে খবর, মুক্তি সাহার মাইল্ড স্ট্রোক হয়েছিল। আর সেকারণেই তাঁকে ময়নাগুড়ি হাসপাতাল থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল। কিন্তু কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়াতেই বাধে বিপত্তি। ফুলবাড়ির কাছে আসতেই উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুল্যান্সটির। তবে সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের।
এদিকে দুর্ঘটনার পরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক ও অ্যাম্বুলেন্সটিকে উদ্ধার করে পুলিশ।