সোমবার এক্সাইড মোড়ের কাছে টায়ারের শোরুমে অগ্নিকাণ্ড। খবর পেতেই ঘটনাথলে পৌঁছয় দমকল। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকল আধিকারিকরা। দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন:সল্টলেকের বাজারে আগুন! ভস্মীভূত কয়েকটি দোকান
সোমবার সকালে দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। খবর দেওয়া হয় দমকলকে। দমকলের দুটি ইঞ্জিন গিয়ে পৌঁছেছে ঘটনাস্থলে। আগুন নেভানোর চেষ্টা করা হলে পরে আরও দুটি ইঞ্জিন আনা হয়। ভিতরে আটকে থাকা লোকজনকে উদ্ধার করেন দমকল আধিকারিকরা। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।