পরেশ রাওয়ালের বিরুদ্ধে মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট

0
1

পরেশ রাওয়ালের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এমনকি তাঁর বিরুদ্ধে কোনও তদন্ত করা যাবে না বলে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। গুজরাটে  বিধানসভা ভোটের প্রচারে বাঙালিদের মাছ খাওয়া নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি  নেতা তথা বলিউড অভিনেতা পরেশ রাওয়াল । সেই মন্তব্যেকে ঘিরে জলঘোলা কম হয়নি।এমনকী, তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছিল। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তাঁকে হাজিরা দিতে নোটিসও পাঠিয়েছিল কলকাতা পুলিশ। সেই নোটিসকে চ্যালেঞ্জ করে আদালতের যান অভিনেতা। তাঁর বিরুদ্ধে করা সেই মামলার শুনানিতে সোমবার খারিজ করে দিল আদালত।

এদিন শুনানির সময় বিচারপতি মান্থা জানান, তিনি গুজরাটি ভাষায় মন্তব্য করেছিলেন। তারপরে তিনি টুইট করে ক্ষমাও চান। এরপরও কেন মামলা করতে হল। বিচারপতি বলেন, অভিযোগকারী সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কাছে বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়ে প্রশ্ন থাকতে পারে। আগেই সেলিমের আইনজীবীরা আদালতের উপরই বিষয়টি ছেড়ে দিয়েছিলেন। এর পরই বিচারপতি মান্থা মামলাটি খারিজ করে দেন। ফলে এখন পরেশের বিরুদ্ধে কোনও তদন্ত করতে পারবে না কলকাতা পুলিশ।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর মাসে গুজরাটে ভোটের প্রচারে গিয়ে পরেশ বলেছিলেন, দিল্লির মতো আপনাদের আশেপাশে যদি রোহিঙ্গা ও বাংলাদেশিরা থাকতে শুরু করেন তখন কী করবেন? রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কমলে কী করবেন? বাঙালিদের জন্য মাছ রান্না করবেন? তাঁর এই মন্তব্যের পরেই সমালোচনার ঝড় ওঠে। বাঙালির ভাবাবেগে আঘাত দেওয়ার প্রতিবাদে সরব হন বাংলার অনেক রাজনৈতিক নেতা। পরে চাপের মুখে ক্ষমা চেয়ে নেন বিজেপির ওই নেতা।