কাশ্মীরের পর এবার হিমাচলপ্রদেশে তুষারধস। রবিবার দুপুরে লাহুল-স্পিতি জেলার চিকা এলাকায় তুষারধস নেমে মৃত্যু হয় দুই শ্রমিকের। নিখোঁজ আরও এক। তাঁরা প্রত্যেকেই বর্ডার রোডস অর্গানাইজেশনে কাজ করতেন।
আরও পড়ুন:সৌন্দর্যের মাঝে লুকিয়ে বিপদ, তুষারধসে বিপর্যস্ত কাশ্মীর
রবিবার দুপুর তিনটে নাগাদ নামে চিকার শৃঙ্কুলা পাস এলাকার কাছে তুষারধস নামে। তাতেই তলিয়ে গিয়ে মৃত্যু হয় রাম বুদ্ধ এবং রাকেশ নামে বর্ডার রোডস অর্গানাইজেশনের দুই শ্রমিকের। নেপালের বাসিন্দা পাষাণ ছেরিং লামা নামে আরও এক যুবক ধসে তলিয়ে গিয়েছেন বলে খবর। রবিবার উদ্ধার অভিযান শুরু হলেও তীব্র ঠান্ডা এবং কম দৃশ্যমানতার কারণে তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
হিমাচলপ্রদেশের স্টেট এমার্জেন্সি অপারেশন সেন্টারের তরফে জানানো হয়েছে, সোমবার ফের উদ্ধারের কাজ শুরু করা হবে। লাহুল-স্পিতির ডিস্ট্রিক্ট ইমারজেন্সি অপারেশন সেন্টারের তরফে জানানো হয়েছে, কাজ চলার সময় বরফ কাটার মেশিন সমেত তুষারধসে তলিয়ে যান তিনজন শ্রমিক। পরে দুজনের মৃতদেহ উদ্ধার করা হলেও তৃতীয়জনের সন্ধান মেলেনি এখনও। তাঁর খোঁজে সোমবার ফের তল্লাশি চালানো হবে বলে জানানো হয়েছে।