৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাস্কর ট্রফি। নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারতীয় দল। তার আগে এই সিরিজ নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন কোচ তথা প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক গ্রেগ চ্যাপেল। বললেন যশপ্রীত বুমরাহ, ঋষভ পন্থ না থাকায় ভারতের শক্তি কম। চোটের কারণে ভারতীয় দলে নেই বুমরাহ-পন্থ। আর এখানেই শক্তির বিচারে প্যাট কামিন্সদের এগিয়ে রাখলেন ভারতের এই প্রাক্তন বিতর্কিত কোচ।
এদিন এক সাক্ষাৎকারে গ্রেগ চ্যাপেল বলেন,” আমার মনে হয়েছে, এই সিরিজ ভারতে খেলেও জিততে পারে অজিরা। নিজেদের ঘরের মাঠে ভারত এবার ঋষভ পন্থ, যশপ্রীত বুমরাহ চোটের জন্য পাচ্ছেনা। ভারত তাই খুবই নির্ভর করে থাকবে তাই বিরাট কোহলির উপরে।”
এখানেই না থেমে চ্যাপেল আরও বলেন,” ভারতে সফরকারী বিদেশি দলগুলি প্রায়শই বোকা হয়ে যায় যখন তারা মনে করে যে ম্যাচের কোনও ফয়সালা হবে না। আর সেই মুহূর্তেই অত্যন্ত দ্রুত পরিস্থিতি বদলে যায়। ভারতীয় ক্রিকেটারেরা এই পরিস্থিতির সঙ্গে খুবই অভ্যস্ত। তাই অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের এই অবস্থার সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে এবং সেটা ব্যাটিং ও বোলিং— উভয় বিভাগেই।”
এদিকে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। চোটের জন্য প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন জোরে বোলার জস হ্যাজেলউড। জানা যাচ্ছে, দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত তিনি। বাঁ পায়ের চোটের কারণে অনিশ্চিত জস হ্যাজেলউড।
আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপে নিজের সেরা পারফরম্যান্স দিতে চান দীপ্তি