দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপের ট্রফি ঘরে তুলেছে আর্জেন্তিনা। লিওনেল মেসির হাত ধরে কাতার ২০২২ বিশ্বকাপ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে নীল-সাদার দল। এরপরই দেশের জার্সিতে আরও খেলার ইচ্ছা প্রকাশ করেছেন মেসি। এরপরই মেসির অনুরাগীদের মধ্যে একটা প্রশ্ন ঘোরাফেরা করে ২০২৬ সালে বিশ্বকাপ কি খেলবেন মেসি? সম্ভব হবে মেসির জন্য? আর এবার এই নিয়ে মুখ খুললেন স্বয়ং লিও। বললেন, যতদিন মনে হবে আমি শারীরিকভাবে সক্ষম আর এটি উপভোগ করছি, ততদিন আমি খেলা চালিয়ে যাব।
এক সাক্ষাৎকারে মেসি বলেন,”বয়সের জন্য হয়ত ২০২৬ সালে খেলা কঠিন হবে।” এরপর মেসি বলেন, “আমি ফুটবল খেলতে ভালোবাসি এবং যতদিন মনে হবে আমি শারীরিকভাবে সক্ষম আর এটি উপভোগ করছি, আমি খেলা চালিয়ে যাব। পরের বিশ্বকাপ আসতে এখনও অনেকটা সময় রয়েছে, তবে সেটি নির্ভর করবে আমার কেরিয়ার কোন দিশায় এগোচ্ছে।”
আগামী বিশ্বকাপ আয়োজিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। এই মুহুর্তে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাদের দৌড়ে রয়েছেন মেসি। ক্লোজের থেকে তিন গোল দূরে রয়েছেন লিও।
আরও পড়ুন:‘অজিদের বিরুদ্ধে বুমরাহ-পন্থ না থাকায় ভারতের শক্তি কম’, বললেন চ্যাপেল