সঙ্গীতশিল্পী বাণী জয়রামের রহস্য মৃ*ত্যু নিয়ে ধন্দে পুলিশ

0
1

প্রয়াত হয়েছেন সঙ্গীতশিল্পী বাণী জয়রাম। শনিবার চেন্নাইয়ের বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর নিথর দেহ। কপালে মিলেছে আঘাতের চিহ্ন। সঙ্গীতশিল্পীর রহস্যমৃত্যুর তদন্ত শুরু করতে গিয়ে ধন্দে পুলিশ।
শনিবার তাঁর আত্মীয়-পরিজনদের উপস্থিতিতে ডুপ্লিকেট চাবি দিয়ে বাড়ির দরজা খুলে ভিতরে ঢোকে পুলিশ। শোওয়ার ঘর থেকে উদ্ধার করা হয় সঙ্গীতশিল্পীর নিথর দেহ। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে শিল্পীর মরদেহ।

গত ২৬ জানুয়ারি ভারত সরকার বাণী জয়রামকে পদ্মভূষণে সম্মানিত করে। সেই সম্মানস্মারক হাতে পাওয়ার আগেই অকস্মাৎ মৃত্যু সঙ্গীতশিল্পীর। মৃত্যুর আসল কারণ খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ।