ভারতকে $5 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করতে উদ্যোগী উত্তরপ্রদেশ, দাবি যোগী আদিত্যনাথের

0
3

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) দাবি,‌ কোভিডের (Covid) সময়েও উত্তরপ্রদেশের (Uttar Pradesh) অর্থনীতি এগিয়েছে তার নিজস্ব গতিতে। তার আরও দাবি, জিডিপি (GDP) থেকে রাজ্যের মানুষের মাথাপিছু আয় বেড়েছে।

উত্তরপ্রদেশের লখনউতে আগামী ১০-১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গ্লোবাল ইনভেস্ট সামিট (Global Invest Summit)। যোগী আদিত্যনাথ বলছেন, বিনিয়োগকারীদের শীর্ষ সম্মেলন হবে ঐতিহাসিক। তিনি বলেন, আগামী দিনে ভারতকে $5 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করতে, উত্তরপ্রদেশের বড় ভূমিকা হতে চলেছে। উত্তরপ্রদেশের বৃদ্ধির হার ১৩ থেকে ১৪%।

তিনি জানিয়েছেন, বাজেটে ১.৮৩ লক্ষ কোটি টাকা পাচ্ছে এই আর্থিক বছরে। এটি রাজ্য সরকারকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে সহায়তা করবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।