শুরু বিয়ের কাউন্টডাউন! এ বার জয়সলমেরের পৌঁছলেন পাত্র সিদ্ধার্থ মালহোত্রা

0
2

শুরু বিয়ের কাউন্টডাউন। এ বার শুধু চারহাত এক হওয়ার অপেক্ষা। পাত্রী কিয়ারা আডবাণীর পরে এ বার জয়সলমেরে পৌঁছলেন পাত্র সিদ্ধার্থ মলহোত্রা।সঙ্গে সিদ্ধার্থের পরিবার।

আরও পড়ুন:Entertainment : বি-টাউনে বিয়ের সানাই ! সপ্তাহান্তে সাতপাকে সিদ্ধার্থ-কিয়ারা

 

View this post on Instagram

 

A post shared by Manav Manglani (@manav.manglani)

পরনে কালো সোয়েটশার্ট, মাথায় টুপি আর পায়ে স্নিকার্স। রাজস্থানের যোধপুর বিমানবন্দরে নেমে হাসিমুখে বেরোলেন সিদ্ধার্থ। সঙ্গে সঙ্গে বলিপাড়ার ‘ স্টুডেন্ট অফ দ্য ইয়ার’কে ঘিরে ধরেন সাংবাদিকরা। বিয়ের শুভেচ্ছাবার্তা থেকে একাধিক প্রশ্নবাণের মুখে পড়েন ‘শেরশাহ’ খ্যাত অভিনেতা।যদিও উত্তর তেমন একটা দেননি। তবে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, তাঁদের শুভেচ্ছাবার্তায় খুশি হয়েছেন তিনি। গাড়িতে উঠে জয়সলমেরের উদ্দেশে রওনা দেওয়ার সময় সবাইকে ধন্যবাদও জানালেন সিদ্ধার্থ। মাথায় রাজস্থানি পাগড়ি পরা গাড়ির চালককে নিয়ে পাড়ি দিলেন জয়সলমেরের সূর্যগড় প্রাসাদের দিকে।