প্রয়াত পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফ।কয়েক সপ্তাহ ধরে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি থাকার পর রবিবার তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

আরও পড়ুন:মত্ত অবস্থায় বৌকে মা*রধর! বিনোদ কাম্বলির বিরুদ্ধে এফআইআর দায়ের
পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিও নিউজ’ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ। গত কয়েক সপ্তাহ ধরেই মুশারফ দুবাইয়ের ‘আমেরিকান হসপিটালে’ ভর্তি ছিলেন।
১৯৪৩-এর ১১ অগস্ট অবিভক্ত ভারতের দিল্লিতে জন্ম পারভেজের। তার পর পাকিস্তানে চলে যায় তাঁর পরিবার।উচ্চশিক্ষার পর তিনি যোগ দেন পাকিস্তানের সেনাবাহিনীতে। তার পর ধাপে ধাপে সেনাপ্রধান এবং দেশের রাষ্ট্রপতি।১৯৯৯ সাকে সফল সামরিক অভ্যুত্থানের পর মুশারফ পাকিস্তানের ক্ষমতায় বসেন। তিনি ছিলেন পকিস্তানের দশম রাষ্ট্রপতি। ১৯৯৮ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত পালিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির দশম চেয়ারম্যানে এবং ১৯৯৮ থেকে ২০০৭ পর্যন্ত সপ্তম শীর্ষ জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন মুশারফ।
২০০৭ সালে সংবিধান বাতিল করে সাংবিধানিক জরুরি অবস্থা ঘোষণার জন্য তিন সদস্যের বেঞ্চ তাঁকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। ২০০৮ সালে ইমপিচমেন্ট এড়াতে ইস্তফা দেন তিনি। ২০১৪ সালেই তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে চার্জ গঠন হয়। ২০১৬ সালের ১৮ মার্চ চিকিৎসার জন্য দুবাই চলে যান তিনি। ২০১৯ সালে রাষ্ট্রদ্রোহের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে ফাঁসির আদেশ দেয় পাকিস্তানের বিশেষ আদালত।
তবে সেই ২০১৬ সালে দুবাইয়ে যাওয়ার পর থেকে তিনি আর ফেরেননি দেশে।







































































































































