দেউচা পাচামি নিয়ে বিরোধীদের অভিযোগ ফুৎকারে ওড়ালেন কুণাল

0
3

দেউচা পাচামি নিয়ে বিরোধীদের অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিস্ফোরক অভিযোগ না করে ওনারা বরং আদালতে যান। ইডির কাছে যান। এমন বিস্ফোরক অভিযুক্ত এর আগেও শুনেছি। এটা একটা আইনি স্বচ্ছতা ।

সিপিএমের কৌটো নাড়ানোতে অনেক অস্বচ্ছতা আছে। এদিন তিনি স্মরণ করিয়ে দেন, সারদা কেলেঙ্কারিতে যে সম্পত্তির হিসাব সামনে আসছে সেখানে সিপিএম বিধায়ক দেবেন বিশ্বাসের নাম সামনে আসছে। এখন কেন চুপ সিপিএম প্রশ্ন কুণালের ।
তিনি বলেন, পশ্চিমবঙ্গ নিরাপদ এটাতো কেন্দ্র সরকারি স্বীকৃতি দিয়েছে। তারপরে বিরোধী দলনেতা শুভেন্দু কী বলছে তাতে কিছুই যায় আসে না , সাফ কথা কুণালের। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প গুলোর নকল করে কেন্দ্র সেগুলো চালাতে চাইছে। এটা জলের মতো পরিষ্কার। এদিন এমনও দাবি করেন তৃণমূল মুখপাত্র।