উত্তরপ্রদেশে বচসার জেরে কাকাকে পি*টিয়ে খু*ন ভাইপোর! গ্রেফতার অভিযুক্ত

0
1

বচসার জেরে কাকাকে পিটিয়ে খুন করল ভাইপো। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমরোহা জেলায়। ঘটনায় অভিযুক্ত ভাইপোকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন:ছুটির দিনে বাতিল হাওড়া- বর্ধমান শাখার সমস্ত লোকাল ট্রেন

জানা গেছে, আমরোহার দৌলতপুর কুটি গ্রামের বাসিন্দা বিজেন্দরের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল তাঁর ভাইপো সোনুর। শনিবার ওই বিবাদ এতটাই চরমে পৌঁছয় যে, দু’পক্ষের বিবাদ ভয়াবহ রূপ নেয়। গরু নিয়ে দুপক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতিতে পৌঁছয় বিবাদ। নিজের বন্ধুদের ডেকে এনে কাকাকে বেধড়ক পেটাতে শুরু করে ওই যুবক। বেদম মারের চোটে ঘটনাস্থলেই মৃত্যু হয় কাকার।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে। যদিও বাকিরা এখনও পলাতক। অন্যদিকে, মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। পুরো বিষয়টি সম্পর্কে বিবরণ দিয়ে হাসানপুরের সার্কেল অফিসার (সিও) অভিষেক যাদব জানিয়েছেন, যে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। নির্দিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।