বীরভূমের SP পদে রদবদল, নগেন্দ্র ত্রিপাঠীর জায়গায় এলেন সুন্দরবনের পুলিশ সুপার ভাস্কর

0
3

মাড়গ্রামে বি*স্ফোরণে দুই TMC কর্মীর মৃত্যু। তারপরেই বীরভূমের SP পদে রদবদল। সরানো হল বীরভূমের এসপি নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে (Nagendranath Tripathi)। তাঁর আগে আনা হয়েছে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়কে (Bhaskar Mukharjee)। নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টরেটের ওএসডি করা হল। সুন্দরবন পুলিশ জেলার সুপার করা হয়েছে অ্যান্টি কোরাপশন ব্যুরোর এসপি হেডকোয়ার্টার কোটেশ্বর রাও।

যদিও একে রুটিন বদলি বলছে নবান্ন। রাজ্য পুলিশে আরও রদবদল করা হয়েছে। অনেক অফিসারের পদোন্নতি হয়েছে, সেই তালিকাতেই রয়েছেন নগেন্দ্রনাথ ত্রিপাঠী। তাঁকে পুলিশ সুপার থেকে নগেন্দ্রকে পুলিশ ডিরেক্টরেটের ডিআইজি করা হয়েছে।