West Midnapore: ডেবরায় ভয়া*বহ বাস দুর্ঘ*টনা! আহ*ত কমপক্ষে ১০   

0
1

ভয়াবহ দুর্ঘটনার (Massive Accident) কবলে যাত্রীবোঝাই বাস (Passenger Bus)। পশ্চিম মেদিনীপুরের ডেবরার (Debra) বালিচকে দুর্ঘটনাটি ঘটে। শনিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি উলটে যায়। দুর্ঘটনায় কমবেশি ১০ যাত্রী আহত হয়েছেন। জানা গিয়েছে, সবংয়ের (Sabang) কাটাখালী থেকে পূর্ব মেদিনীপুরের তমলুকের (Tamluk) দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। এদিন সকালে ডেবরার বালিচকের কাছে একটি ইলেকট্রিক পোস্টে (Electric Post) ধাক্কা মারে যাত্রীবোঝাই বাসটি। তারপরই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে যায়।

তবে অত্যন্ত দ্রুত গতিতে থাকার কারণে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনায় বাসে থাকা যাত্রীদের বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে বাস দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে উদ্ধার কাজে হাত লাগান। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে ইতিমধ্যে অন্যত্র সরানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোর সাড়ে পাঁচটার সময় এই দুর্ঘটনাটি ঘটে। দ্রুত গতিতে আসার সময় রাস্তা থেকে যাত্রীবোঝাই বাসটি একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মেরে খালে উল্টে যায়। বাসে ১৫-২০ জন যাত্রী ছিলেন। তাঁরা পিছনের দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসেন। এলাকাবাসীরা উদ্ধার কাজে হাত লাগান। তবে বাসের চালক মদ্যপ অবস্থায় ছিলেন। তবে বাসটি কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল তা খতিয়ে দেখছে পুলিশ।