চিন (China) ক্ষমা চাইলেও লাভের লাভ কিছুই হল না। ফের আমেরিকায় (America) দেখা মিলল চিনা স্পাই বেলুনের (Chinese Spy Balloon)। এবার ল্যাটিন আমেরিকার (Latin America) আকাশে দেখা মিলল ওই রহস্যজনক বেলুন (Mysterious Balloon)। শুক্রবার রাতেই পেন্টাগনের (Pentagon) তরফ থেকে বিবৃতি পেশ করে দ্বিতীয় রহস্যজনক বেলুনের দেখা মেলার কথা জানানো হয়েছে। এর আগে মন্টানার ম্যালস্টর্ম এয়ার ফোর্স বেসের কাছে উড়তে দেখা গিয়েছিল একইরকমের রহস্যজনক বেলুন। শুক্রবারই চিনের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, এটি এয়ারশিপ যা ভুলবশত আমেরিকায় চলে গিয়েছে। কিন্তু দ্বিতীয়বার বেলুনের আকারের এয়ারশিপ (Airship) নজরে আসতেই সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। তবে এই রহস্যজনক বেলুনের দেখা মিলতেই মার্কিন সচিব অ্যান্টনি ব্লিনকিনের (Antony Blinkin) বেজিং সফর বাতিল করে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।
এদিকে পেন্টাগনের দাবির প্রতিক্রিয়া জানাতে গিয়ে শুক্রবার চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, পেন্টাগন এ বিষয়ে অহেতুক জলঘোলা করছে। চিনের বিরুদ্ধে এই ধরনের প্রচার যাতে না হয়, সে ব্যাপারেও সতর্ক করে দিয়েছেন তিনি। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কোনও ইচ্ছা চিনের নেই বলে মনে করিয়ে দিয়েছেন চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র।
তবে, বেলুনটি চিনের তৈরি কিনা, সে ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। মার্কিন স্পর্শকাতর পরমাণু কেন্দ্রগুলির উপর নজরদারি চালানোর জন্য চিন গুপ্তচর বেলুন পাঠিয়েছে বলে দাবি করে পেন্টাগন। বেলুটির গতিবিধির উপরও নজরদারি চালানো হচ্ছে বলে খবর। মার্কিন প্রতিরক্ষা দফতরের এক কর্তা জানান, প্রাথমিকভাবে সন্দেহজনকে বেলুনটিকে গুলি করে নামানোর ভাবনাচিন্তা হয়েছিল। কিন্তু বেলুনটির মধ্যে তেজস্ক্রিয় পদার্থ থাকলে, তা থেকে বিপত্তি ঘটতে পারে বলে আশঙ্কা তৈরি হওয়ায় সেই পরিকল্পনা বাতিল করা হয় বলে জানান তিনি।
পাশাপাশি পেন্টাগনের তরফে বিবৃতিতে আরো জানানো হয়েছে যে অতীতেও এই ধরনের গুপ্তচর বেলুন দেখা গিয়েছিল মার্কিন ভূখণ্ডে। কিন্তু সেই সময় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায়, তথ্য সংগ্রহের কাজে ব্যর্থ হয়েছিল বলে দাবি। এদিকে পেন্টাগনের মুখপাত্র প্যাট রায়ান বেলুনটিকে ল্যাটিন আমেরিকার ঠিক কোন জায়গায় দেখা গিয়েছে, সে বিষয়ে সঠিকভাবে কিছুই জানায় নি। তবে সূত্রের খবর, বেলুনটির গতিপথ আমেরিকার দিকে নয়। আধিকারিকরা ওই স্পাই বেলুনটিকে ট্রাক করছেন। আগামী কয়েকদিনও বেলুনটি আমেরিকার এয়ারস্পেসেই থাকবে বলে মনে করা হচ্ছে।