বিশ্বে ভারতের(India) তৈরি কাশির ওষুধের(cough syrup) দুর্নাম এখনও কাটেনি, এরই মাঝে ভারতের তৈরি আই ড্রপ(eye drop) ব্যবহার করে মৃত্যুর মুখে ঢলে পড়ল এক মার্কিন নাগরিক। শুধু তাই নয় এই ওষুধ ব্যবহারের ফলে দৃষ্টি শক্তি হারিয়েছেন একাধিক মানুষ। বিষয়টি নজরে আসার পর সঙ্গে সঙ্গে তৎপর হলো আমেরিকা। ইতিমধ্যেই ভারতের তৈরি ওই ওষুধ দেশে আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে বাইডেনের দেশ।

চেন্নাইয়ের এক ওষুধ প্রস্তুতকারী সংস্থার তৈরি আই ড্রপ ব্যবহার করে মৃত্যু হয়েছে এক মার্কিন নাগরিকের। শুধু তাই নয় ওই মারণ ওষুধে অসুস্থ হয়ে পড়েছেন আরও ১১ জন তাদের মধ্যে পাঁচজন সম্পূর্ণরূপে হারিয়েছেন দৃষ্টিশক্তি। বিষয়টি নজরে আসার পরই ভারতের তৈরি ওই চোখের ওষুধ আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করে আমেরিকার সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন। সব মিলিয়ে উদ্বেগ ব্যাপক বেড়েছে। এদিকে গোটা বিষয়টি নজরে আসার পর ওই আই ড্রপ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে চেন্নাইয়ের ওষুধ প্রস্তুতকারী সংস্থার তরফে।
উল্লেখ্য, নয়ডায় তৈরি কাশির সিরাপ খেয়ে একাধিক মৃত্যু ঘটনা ঘটেছিল আফ্রিকায়। সেই ঘটনার জেরে বিশ্বের মুখ পোড়ে ভারতের। এমন কি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর তরফে ভারতে তৈরি এই কাশির ওষুধকে চিহ্নিত করে গোটা বিশ্বে তার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এরই মাঝে এবার দেশের তৈরি আই ড্রপে বিশ্ববাজারে মুখ পড়ল ভারতের।










































































































































