৭৮ বছর বয়সে প্রয়াত সঙ্গীতশিল্পী বাণী জয়রাম

0
3

ফের নক্ষত্র পতন। সঙ্গীত জগতের উজ্জ্বল জ্যোতিষ্ক এবার না ফেরার দেশে পাড়ি দিলেন। ৭৮ বছর বয়সে প্রয়াত সঙ্গীতশিল্পী বাণী জয়রাম (Vani Jairam)। তাঁর মৃত্যুতে শোকের ছায়া শাস্ত্রীয় সঙ্গীত (Classical songs)জগতে। ৪ ফেব্রুয়ারি শনিবার নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ কলিবাণী পরিবারের নাম উজ্জ্বল করেছিলেন বাণী জয়রাম । ১৯৭১ সালে প্রথম প্লে ব্যাক করেন। ১৯টি ভাষায় প্রায় ১০ হাজারের বেশি গান গেয়েছেন প্রবীণ এই সঙ্গীতশিল্পী। অভিনেত্রী জয়া বচ্চনের ‘গুড্ডি’ ছবিতে প্রথম গান গেয়েছিলেন তিনি। এই বছরেই সাধারণতন্ত্র দিবসে পদ্মভূষণ সম্মান পান তিনি। যদিও সম্মানস্মারক হাতে পাওয়ার আগেই অকস্মাৎ মৃত্যু সঙ্গীতশিল্পীর। কী কারণে মৃত্যু সেটা এখনও স্পষ্ট নয় বলে পরিবার সূত্রে খবর ।