মোদিকে নিয়ে বিবিসির তথ্যচিত্রে ‘সেন্সর’! কেন্দ্রের কাছে সুপ্রিম জবাব তলব

0
3

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিয়ে বিবিসির (BBC) তৈরি তথ্যচিত্র (Documentary) নিয়ে এবার কেন্দ্রীয় সরকারকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। শুক্রবার শীর্ষ আদালতের তরফে কেন্দ্রকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বিবিসির বিতর্কিত তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চন’-এর লিঙ্ক দেওয়া টুইটগুলি সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের মূল খসড়া দ্রুত জমা দিতে হবে। শুক্রবার বিচারপতি সঞ্জীব খান্না ও এমএম সুন্দ্রেশের ডিভিশন বেঞ্চ (Division Bench) কেন্দ্রের প্রতিক্রিয়া জানার জন্য তিন সপ্তাহ সময় দিয়েছে। আগামী এপ্রিল মাসে এই মামলা নিয়ে পরবর্তী শুনানি হবে বলে জানানো হয়েছে।

এদিন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আমরা ইতিমধ্যে নোটিশ জারি করেছি। তিন সপ্তাহের মধ্যে নথি-সহ হলফনামা জমা করতে হবে। তার পরের দু’সপ্তাহের মধ্যে তথ্যচিত্র নিয়ে আপত্তির কারণ জানাতে হবে কেন্দ্রকে। অন্যদিকে, কেন্দ্রের তরফে দেশে এই তথ্যচিত্র নিয়ে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দু’টি পিটিশন দাখিল করা হয়েছিল। একটি পিটিশন যৌথভাবে দাখিল করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mohua Moitra), সাংবাদিক এন রাম (N Ram) এবং আইনজীবী প্রশান্ত ভূষণ (Prashant Bhushan)। দ্বিতীয়টি দাখিল করেন আইনজীবী এমএল শর্মা (M L Sharma)।

তবে, তথ্যচিত্র সরিয়ে নেওয়ার যে কেন্দ্রীয় নির্দেশিকা দেওয়া হয়েছিল, তারই আসল রেকর্ড চাওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। আবেদনে জানানো হয়েছে বিশেষ ক্ষমতা ব্যবহার করে তথ্যচিত্র সরানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। কিন্তু সেই নির্দেশিকা কখনও প্রকাশ্যে আনা হয়নি বলেও আবেদনে জানিয়েছেন আইনজীবী এমএল শর্মা। উল্লেখ্য ওই নির্দেশিকায় তথ্যচিত্রকে ষড়যন্ত্রমূলক ও অসাংবিধানিক বলে উল্লেখ করা হয়েছে। ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চন’– বিবিসি’র তৈরি তথ্যচিত্রটি নিয়ে দেশ তো বটেই, তোলপাড় ব্রিটেনও। ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘গুজরাটের দাঙ্গাকারী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর তা নিয়েই মূল আপত্তি কেন্দ্রের।