‘পাঠান’ (Pathan)মুক্তি পাওয়ার পর থেকেই স্পাই থ্রিলারে আগ্রহ বেড়েছে বলিউডের (Bollywood)। ‘টাইগার’,’পাঠান’দের টক্কর দিতে এবার নয়া জুটি পেতে চলেছে ভারতীয় ছবির দর্শক। টিনসেল টাউনের অন্দরে খবর ‘ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স’-এর (YRF Spy Universe) হাত ধরে এবার বলিউডের পর্দায় জুটি বাঁধতে চলেছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। অর্থাৎ একফ্রেমে অন স্ক্রিন দুই আইএসআই এজেন্ট।
৭ দিনে প্রায় ৭০০ কোটির রেকর্ড গড়ে ইতিহাস তৈরি করেছে শাহরুখ খানের ছবি ‘ পাঠান’ (Pathan)। শুধু তাই নয় যশরাজ ব্যানারে (Yash Raj Films) তৈরি ‘ পাঠান’ যা এখনও পর্যন্ত প্রথম দিনে সর্ব্বোচ্চ ব্যবসা করার রেকর্ড দখল করেছে। শুধু প্রযোজনা সংস্থাই নয়, অভিনেতার জীবনেও এটা কার্যত এক মাইলস্টোনে পরিণত হয়েছে। এখনও পর্যন্ত নিজের কেরিয়ারের শাহরুখ খান (Shahrukh Khan)যত সিনেমায় অভিনয় করেছেন তার মধ্যে ‘ পাঠান’ প্রথম ছবি, যা প্রথম এবং দ্বিতীয় দিনে সর্বোচ্চ অঙ্ক ছুঁয়েছে। দেশ-বিদেশ মিলিয়ে ‘পাঠান’-এর প্রথম দিনের আয় প্রায় ১০৬ কোটি টাকা।
একসঙ্গে কাজ করা নিয়ে দীপিকা বা ক্যাটরিনা সেভাবে মুখ না খুললেও, স্টুডিও পাড়ায় খবর ইতিমধ্যেই নাকি এই ছবির জন্য প্রয়োজনীয় ওয়ার্কশপ করানোর বিষয়ে চিন্তা ভাবনা চলছে। ‘পাঠান’ মুক্তির পর সোশ্যাল মিডিয়ায় ‘জোয়া’র অবতারে একটি বিশেষ পোস্ট দেন ভিকি ঘরণী। যদিও দীপিকা এখনও মজে ‘পাঠান’- এর কাজে।