Entertainment : ছেলের জন্মদিনে এলাহি আয়োজন, স্ত্রীকে বিশেষ বার্তা কপিল শর্মার !

0
3

বাবা হওয়া অত সোজা নয়, তবে সন্তানের প্রতি অপত্য স্নেহ কিন্তু সাধারণের থেকে তারকাদের আলাদা কিছু নয়। সম্প্রতি নিজের ছেলের জন্মদিনে (Birth Day)এলাহি আয়োজন করে সে কথাই প্রমাণ করলেন কৌতুক অভিনেতা কপিল শর্মা (Kapil Sharma)। ছেলে তৃষাণের (Trishan)দ্বিতীয় জন্মদিনে স্ত্রী গিনির সঙ্গে ঘরোয়া পার্টিতে ভাইরাল কপিল। তারকা খচিত সন্ধে না হলেও নিজের প্রিয়জনদের সঙ্গে দারুণ কিছু মুহূর্ত কাটালেন কমেডি কিং। গায়ক জসবীর জ্যাসসি (Jasbir Jassi) তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলেও কপিল শর্মার ছেলের জন্মদিনের ছবি (Kapil Sharma Son’s birthday pic) পোস্ট করেছেন।

জন্মদিন মানেই দারুণ মজা আর অনেক আনন্দ। ছোট্ট তৃষাণ এত কিছু বোঝে না, তবে মা বাবাকে পাশে পেয়ে ঝলমলে এক মুহূর্তের সাক্ষী হয়ে রইল সে। জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন ভারতী সিং। কপিল শর্মার ছেলে মেয়ের জন্মদিনের পার্টি মানেই সেখানে রঙের বাহার। ছেলের জন্মদিনেও একদিকে যেমন রঙিন বেলুন ঠিক তেমনই উজ্জ্বল পোশাকে অতিথি আপ্যায়নে দেখা গেল সস্ত্রীক কপিলকে।

এখানেই শেষ নয়, জসবীর জ্যাসসির সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ফুটে উঠেছে ভারতী সিং আর কপিলের দারুণ এক মুহূর্ত। এদিন স্ত্রীকে ধন্যবাদ জানাতে ভোলেননি কপিল। তিনি লেখেন “শুভ জন্মদিন তৃষাণ। অনেক ধন্যবাদ আমাদের জীবনকে আরও সুন্দর করে তোলার জন্য। আমার ভালোবাসা গিনি, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এমন দুটো উপহার দেওয়ার জন্য।” সব মিলিয়ে জমজমাট বার্থ ডে পার্টি।