ফের ১৪ দিনের জেল হেফাজতে অনুব্রত মণ্ডলের। গরুপাচার মামলায় শুক্রবার আসানসোলের বিশেষ সিবিআই আদালত এই নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি ১৭ ফেব্রুয়ারি। যদিও এদিনও তাঁর জামিনের আবেদন করেননি অনুব্রতর আইনজীবী।
আরও পড়ুন:আদানি গোষ্ঠীর বিপর্যয়ে কোনও আঁচ পড়বে না এলআইসি লগ্নিকারীদের
এদিন আদালতে সিবিআইয়ের তরফ থেকে জেল হেফাজতের আবেদন জানানো হয়। বিচারক সেই আবেদন মঞ্জুর করে দেন। এদিকে শুক্রবারই দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করেছেন অনুব্রত। উল্লেখ্য, গরু পাচার মামলা নিয়ে বৃহস্পতিবার বোলপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প রতন কুঠিতে ডেকে পাঠিয়ে জেরা করা হয়েছে অনুব্রতর চার ঘনিষ্ঠকে।
জানা গেছে, এদিন আদালতে তদন্তের অগ্রগতি সম্পর্কে একটি রিপোর্ট জমা দেয় সিবিআই। সেই রিপোর্টের পরেই ১৪ দিনের জেল হেফাজতে নির্দেশ দেন বিচারক।
তবে। আসানসোল আদালতে জামিনের আবেদন না করলেও দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করেন অনুব্রত। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে অনুব্রতর জামিনের আবেদন খারিজ হওয়ার পরেই দিল্লি হাইকোর্টে গেলেন তিনি। আগামী ৮ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হবে।