কোথায় জোট! ত্রিপুরায় কংগ্রেসের জন্য ছেড়ে রাখা ১৩ আসনেই প্রার্থী সিপিএমের

0
1

বাংলার মতো ত্রিপুরাতেও বিধানসভা ভোটে কংগ্রেসের হাত ধরার বার্তা দিয়েছিল বাম তথা সিপিএম। কিন্তু কোথায় জোট, মনোনয়ন পেশের শেষ দিনে ত্রিপুরায় কংগ্রেসের জন্য ছেড়ে রাখা ১৩টি আসনেও প্রার্থী দিয়ে দিল সিপিএম। আসন সমঝোতার কথা বলেও কংগ্রেসের উপর সিপিএমের এমন চাপ বাড়ানোর কৌশল নিয়ে তোলপাড় ত্রিপুরার রাজনীতি।

এবার শাসক দল বিজেপিকে রুখতে বাম-কংগ্রেস আসন সমঝোতা করে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বামেরা ১৩টি আসন ছাড়লেও কংগ্রেস এর আগে ১৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল। আলাপ-আলোচনা চললেও বাড়তি ৪টি আসনের দাবি থেকে এখনও সরেনি কংগ্রেস। এবার পাল্টা চাপ বাড়িয়ে কংগ্রেসের জন্য শুরুতে ছেড়ে রাখা ওই ১৩টি আসনেও প্রার্থী দিল বামফ্রন্ট।

যদিও দু’পক্ষের নেতারাই বলছেন, এখনও সমঝোতার পথ খোলা আছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগামী ২ ফেব্রুয়ারি। তার মধ্যে যেমন রফা-সূত্রে পৌঁছনো যাবে, সেই অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারেন।

ত্রিপুরা সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এ প্রসঙ্গে বলেন, “কংগ্রেসকে ১৩টি আসন দেওয়ার পরে তারা ১৭টিতে প্রার্থী দিয়েছে। ভোটারদের মধ্যে এই নিয়ে ভুল বার্তা গিয়েছে। তার জন্য কংগ্রেস এবং বামফ্রন্ট থেকে আলদা আলাদা বিবৃতি দেওয়া হবে। অতিরিক্ত ৪টি আসনে কংগ্রেস মনোয়ন প্রত্যাহার করলে একই ভাবে বামফ্রন্ট কংগ্রেসের ১৩টি আসন থেকে প্রার্থী-পদ তুলে নেবে।” অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিংহের বক্তব্য, “আসন নিয়ে জটের সমাধান হয়ে যাবে। এই নিয়ে এআইসিসি-র পর্যবেক্ষক আলোচনা চালাচ্ছেন।”

আরও পড়ুন:জাতীয় গড়ের নিরিখে বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন রাজ্যে বেকারত্বের হার বেশি: কেন্দ্রীয় রিপোর্ট