সামনেই অস্ট্রেলিয়া সিরিজ। তার আগে চিন্তার ভাঁজ ভারতীয় শিবিরে। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে নেই শ্রেয়স আইয়র। এদিন এমনটাই জানালেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির এক আধিকারিক। ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ। সেই সিরিজেই প্রথম টেস্টে পাওয়া যাবে না শ্রেয়সকে।
এদিন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির এক আধিকারিক জানিয়েছেন, “ইঞ্জেকশন নেওয়ার পরেও শ্রেয়সের পিঠের নীচের দিকে এখনও ব্যথা রয়েছে। তাই অ্যাকাডেমির চিকিৎসকেরা তাঁকে এখনও দু’সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। আর সেই পরামর্শ মেনেই শ্রেয়সকে প্রথম টেস্ট থেকে বাদ দেওয়া হয়েছে।”
পিঠের চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স। তারপর থেকেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সুস্থ হচ্ছেন তিনি। কিন্তু এখনও পুরোপুরি চোট সারেনি তাঁর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬ সদস্যের দল ঘোষণা করেছিল বোর্ড। সেই দলে ছিলেন শ্রেয়স। কিন্তু তিনি প্রথম টেস্টে খেলতে না পারায় তাঁর পরিবর্তে কাউকে নেবে কিনা বোর্ড, তা এখনও কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন:প্রয়াত প্রাক্তন ফুটবলার পরিমল দে