বাজেটে হতাশ সুরাপ্রেমীরা! মদে ১০০ শতাংশ শুল্ক বসাবে কেন্দ্র, বাড়বে দাম

0
1

২০২৩-২৪ বাজেটে সুরাপ্রেমীদের জন্য একরাশ হতাশা। বুধবার কেন্দ্রীয় বাজেটে নির্মলা সীতারমণ(Nirmala Sitaraman) স্পষ্ট করে দিলেন দাম বাড়ছে মদের। কেন্দ্রের রাজস্ব আয় বাড়াতে এবার অ্যালকোহলিক পানীয়ের(Alcohal) উপর ১০০ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ফলে মদের দাম বেশ বড় অঙ্কে বাড়তে চলেছে।

করোনার ক্ষত সারিয়ে দেশের আর্থিক বৃদ্ধির দিকে নজর দিয়েছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে আগামী বছর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উপর বাড়তি কর চাপানোর ঝুঁকি নিতে একেবারেই রাজি নয় সরকার। ফলস্বরুপ, মদ ও নেশাজাতীয় দ্রব্যের উপর সেস বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার। বুধবার বাজেটে ঘোষণা করা হল, সমস্ত ধরনের অ্যালকোহলিক পানীয়ের উপর ১০০ শতাংশ সেস বসানো হবে। এত পরিমাণ সেস বসানো গত কয়েক বছরের মধ্যে এই প্রথম।

প্রসঙ্গত, এবারের বাজেট সুরাপ্রেমীদের পাশাপাশি ধূমপায়ীদের জন্যও দুঃসংবাদ এনেছে। সিগারেটেরও শুল্ক বাড়ানো হয়েছে ১৬ শতাংশ। ফলে সিগারেটেরও দাম বাড়ছে। তবে মদ, সিগারেটের দাম বাড়লেও আয়করে ৭ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে এবং MIS-এ সঞ্চয়ে ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে, তা মধ্যবিত্তদের কাছে অনেকটাই স্বস্তিদায়ক।