প্রয়াত প্রাক্তন ফুটবলার পরিমল দে। মঙ্গলবার রাত ১২:১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৭০ সালে আইএফএ শিল্ড ফাইনালে ইরানের পাস ক্লাবের বিরুদ্ধে অন্তিম মুহুর্তে গোল করে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করেন পরিমল। ময়দানে ‘জংলাদা’ নামেই পরিচিত ছিলেন পরিমল দে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। ইস্টবেঙ্গলের হয়ে ভাল খেলার জন্য ২০১৪ সালে তাঁকে জীবনকৃতি সম্মান দিয়েছিল লাল-হলুদ ক্লাব।
দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ইস্টবেঙ্গলের এই প্রাক্তন ফুটবলার। অ্যালঝাইমারে আক্রান্ত ছিলেন পরিমল দে। পরে শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছিল পরিমল দে-এর। শেষমেশ মঙ্গলবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার তাঁর শেষকৃত্য। এদিন ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে শেষ শ্রদ্ধা জানান হয় পরিমল দে-কে।
১৯৬৪ সালে উয়াড়ি থেকে ইস্টবঙ্গলে সই করেছিলেন পরিমল দে। লাল-হলুদের হয়ে টানা ৬ বছর খেলেছেন তিনি। ১৯৬৮ সালে দলের অধিনায়কও হয়েছিলেন। ১৯৭০ সালে ইস্টবেঙ্গলের শিল্ড ফাইনালের নায়ক ছিলেন তিনি। ১৯৭০ সালে আইএফএ শিল্ড ফাইনালে ইরানের পাস ক্লাবের বিরুদ্ধে অন্তিম মুহুর্তে গোল করে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করেন পরিমল।