নিয়োগ দুর্নীতির তদন্তে সোমনাথ বিশ্বাসকে সরানোর সিদ্ধান্তে অনড় বিচারপতি গঙ্গোপাধ্যায়

0
2

নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে আগেই মঙ্গলবার সিবিআই আধিকারিক সোমনাথ বিশ্বাসকে তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই প্রসঙ্গে বুধবার সিবিআইয়ের আবেদন ছিল, তিন সপ্তাহ পরে আমরা রিপোর্ট পেশ করব। তার পর তদন্তকারী আধিকারিক সোমনাথ বিশ্বাসকে সরানোর নির্দেশ দেওয়া হোক। তবে সেই আবেদন গ্রাহ্য হয়নি।বিচারপতি গঙ্গোপাধ্যায় বুধবার ফের বিচারপতি জানিয়েছেন, তদন্তের কাজ থেকে সোমনাথ বিশ্বাসকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে কোনও পরিবর্তন হবে না।

মঙ্গলবার প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের  এজলাসে। সেই সময়ই মামলার তদন্তের দায়িত্বে থাকা সিবিআই আধিকারিককে তদন্ত থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। তদন্ত থেকে বাদ পড়া সিবিআই কর্তার নাম সোমনাথ বিশ্বাস। তিনি প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় তৈরি সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দলের সদস্য। মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, সিবিআইয়ের সিট থেকে সোমনাথ বিশ্বাসকে বাদ দিতে হবে।ওইদিনই নতুন অফিসারের নামও জানাতে হবে সিবিআইকে।