কিউইদের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় ভারতের, তৃতীয় টি-২০ ম‍্যাচে বড় জয় টিম ইন্ডিয়ার

0
6

একদিনের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজও জয় ভারতের। এদিন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তৃতীয় টি-২০ ম‍্যাচে কিউইদের ১৬৮ রানে হারাল হার্দিক পান্ডিয়ার দল। এই জয়ের ফলে সিরিজের ফলাফল ২-১। তৃতীয় টি-২০ ম‍্যাচে ব‍্যাট হাতে দুরন্ত ইনিংস শুভমন গিলের। ১২৬ রানে অপরাজিত গিল।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথম ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৪ রান করে টিম ইন্ডিয়া। তবে ব‍্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। মাত্র ১ রানে আউট হন ঈশান কিষান। তবে ভারতের হয়ে ব‍্যাট ধরেন শুভমন। শতরান করেন গিল। ১২৬ রানে অপরাজিত তিনি। এই রান করতেই রেকর্ড গড়েন শুভমন। এদিন সব থেকে কম বয়সী ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে শতরান করার রেকর্ড গড়েন তিনি। ৪৪ রান করেন রাহুল ত্রীপাঠী। ২৪ রান করেন সূর্যকুমার যাদব। ৩০ রান করেন হার্দিক পান্ডিয়া। কিউইদের হয়ে একটি করে উইকেট নেন ব্রেসওয়েল, তিকনার, ইশ সোদি এবং ড‍্যারেল মিচেল।

জবাবে ব‍্যাট করতে নেমে মাত্র ৬৬ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ব‍্যাট করতে নেমে একের পর এক ধাক্কা খায় কিউইরা। মাত্র ৩ রানে আউট হন ফিন অ‍্যালন। ১ রান করেন কনওয়ে। শূন‍্যরান করেন চ‍াপম‍্যান। গ্লেন ফিলিপস করেন দুই রান। ব্রেশওয়েল করেন ৮ রান। ৩৫ রান করেন ড‍্যারেল মিচেল। ভারতের হয়ে চারটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। দুটি করে উইকেট নেন অর্শদীপ সিং, উমরান মালিক, শীভম মাভি।

আরও পড়ুন:শেফালিদের সংবর্ধনা বোর্ডের, অভিনন্দন জানালেন সচিন