Entertainment : মডেলকে মারধর, যৌ*ন নির্যা*তনের অভিযোগে গ্রেফ*তার টলি অভিনেতা!

0
1

নিজের লিভ-ইন পার্টনারকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার এক টলি অভিনেতা (Tollywood Actor)। নিজের প্রেমিকাকে ঘরে আটকে রেখে বিকৃত যৌনতার অভিযোগ উঠল বাংলা সিরিয়ালের অভিনেতা অতীশ ভট্টাচার্যের (Atish Bhattacharya)বিরুদ্ধে। জানা যায় অতীশের প্রেমিকা বসিরহাটের বাসিন্দা । তাঁর প্রেমিকা হরিদেবপুর থানায় (Haridevpur Police Station) শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন। এরপরই অভিনেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর অভিযুক্ত অভিনেতার বিরুদ্ধে ৩৪১,৩২৩,৩২৪,৩৫৪,৩৫৪বি, ৫০৬, ৫০৯ আইপিসি (IPC) ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে হরিদেবপুর থানার পুলিশ।

দীর্ঘদিন ধরে নিজের প্রেমিকাকে বাড়িতে আটকে রেখে তাঁর উপর শারীরিক মানসিক নির্যাতনের অভিযোগ উঠল অভিনেতার বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, ওই মডেলের শরীরের বেশ কিছু জায়গায় কামড়ের দাগ রয়েছে। অতীশই তাঁকে কামড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ভালবাসার টানেই দীর্ঘ ছয় মাস ধরে অতীশের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন ওই মডেল। নির্যাতিতার শরীরে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। মুখের একাধিক জায়গায় কালশিটের দাগ রয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।