Entertainment : অভিনয় জগতে ইব্রাহিমের এন্ট্রি ,কাজলের সঙ্গে এক ফ্রেমে সইফ পুত্র !

0
2

অভিনেতা হিসেবে বড়পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন সইফ আলি খান (Saif Ali Khan)ও অমৃতা সিংহের (Amrita Singh) ছেলে ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan)। সিনে জগতে হাতে খড়ি হয়েছিল আগেই ,করণ জোহরের (Karan Johar)সঙ্গে সহকারী পরিচালক (Assistant Director) হিসেবে আলিয়া ও রণবীর সিং অভিনীত আসন্ন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে ইব্রাহিম কাজ করেছেন। এবার অভিনয় করতে চলেছেন তিনি বলেই টিনসেল টাউনে খবর।

সইফ পুত্র ইব্রাহিম ইমোশনাল থ্রিলার ঘরানার ছবিতে কাজ করতে চলেছেন। যদিও সেই ছবির নাম এখনও স্থির হয় নি। এই সিনেমা দিয়েই এক নতুন পরিচালককে পেতে চলেছে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি। অভিনেতা কায়োজি ইরানি এবার নির্দেশনার দায়িত্বে। ছবিতে পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে অভিনয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন ইব্রাহিম আলি খান। পৃথ্বীরাজের বিপরীতে দেখা যাবে কাজলকে।

সূত্রের খবর এটি মূলত কাশ্মীরের সন্ত্রা*সবাদের প্রেক্ষাপটের তৈরি হওয়া এক গল্প। ফেব্রুয়ারিতেই শুটিং শুরু হওয়ার কথা আছে।