বছর ঘুরলেই ২০২৪ সালের লোকসভা নির্বাচন (Loksabha Election)। তার আগে নয় রাজ্যের বিধানসভা ভোট (Assembly Election)। এই আবহেই বুধবার ২০২৩-২৪ আর্থিক বছরের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Shitaraman)। দেশের সব সেক্টরের মধ্যে অন্যতম হল শিক্ষা ক্ষেত্র (Education Sector)। বিশেষজ্ঞদের মতে, যে কোনও দেশেই উন্নয়নের প্রথম ধাপ হল শিক্ষা। কিন্তু সেই শিক্ষাক্ষেত্রকে কী নতুন দিশা দেখাতে পারল মোদি সরকার (Narendra Modi Government)? নাকি পুরোটাই চব্বিশের নির্বাচনকে মাথায় রেখে পলিটিক্যাল স্ট্যান্ট (Political Stunt)? তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এবছর শিক্ষাক্ষেত্রে বাজেটের চিত্রটা কেমন? জেনে নিন
বুধবার দেশজুড়ে শিশুদের জন্য ডিজিটাল লাইব্রেরি তৈরির ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে শিশুদের শিক্ষাব্যবস্থাকে জোরদার করার জন্যই এমন উদ্যোগ। কিন্তু দেশের একাধিক রাজ্যে যেখানে এখনও প্রযুক্তির ছিটেফোঁটা পৌঁছয়নি। সেখানে ডিজিটাল লাইব্রেরির ভবিষ্যৎ বড়সড় প্রশ্নের মুখে।
পাশাপাশি দেশজুড়ে ১৫৭টি নতুন নার্সিং কলেজ (Nursing College) তৈরির ঘোষণা করা হয়েছে ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে। তবে কলেজ তৈরির কথা ঘোষণা করা হলেও ছাত্রছাত্রীদের ফি ও পরিকাঠামোগত বিষয়ে কোনও সুনির্দিষ্ট বিষয় বাজেটে উঠে আসেনি। এদিন সীতারমণ জানিয়েছেন, ২০১৪ সাল থেকে দেশে ১৫৭টি মেডিকেল কলেজ তৈরির কাজ শুরু হয়েছে। আর সেই মেডিকেল কলেজের সঙ্গে সামঞ্জস্য রেখেই দেশে এবার নতুন করে ১৫৭টি নার্সিং কলেজ তৈরির সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে।
এছাড়াও দেশজুড়ে একলব্য মডেল রেসিডেনসিয়াল স্কুলের ঘোষণা করা হয়েছে বাজেটে। একলব্য মডেল প্রকল্পে আগামী ৩ বছরে তিন লক্ষ আদিবাসী ছাত্রছাত্রীর জন্য ৩৮ হাজার ৮০০ অতিরিক্ত শিক্ষক নিয়োগের ঘোষণা করা হয়েছে। তবে শিক্ষক নিয়োগ করলেও স্কুলের পরিকাঠামো ও ছাত্রছাত্রীদের বেতন বিন্যাসের কোনও দিশা বাজেট দেখাতে পারেনি। কিন্তু চব্বিশের লোকসভা নির্বাচনের আগে আদিবাসী সম্প্রদায়ের মানুষ যে বড় ফ্যাক্টর তা মাথায় রেখেছেন মোদি সরকার। আর সেই কারণেই বাজেটে তার প্রতিচ্ছবি দেখা গিয়েছে। তবে রাজনৈতিক মহলের মতে, শিক্ষা ব্যবস্থায় জোর দিয়ে আদিবাসীদের মন জয়ের বিশেষ চেষ্টা কেন্দ্রের।
পাশাপাশি বিভিন্ন রাজ্যে ৩৯টি স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ কেন্দ্র তৈরির ঘোষণা করা হয়েছে বাজেটে। আর সেই পথে পা বাড়িয়েই শিক্ষকদের প্রশিক্ষণের উপর আরও জোর দেওয়ার কথা বলা হয়েছে বাজেটে। সেই সঙ্গে জেলার প্রশিক্ষণ কেন্দ্রের মানোন্নয়নের বিষয়টিতে জোর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা। এছাড়াও ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ মিলটস রিসার্চের মানোন্নয়নে জোর দেওয়া হয়েছে বাজেটে। তবে গবেষণাক্ষেত্রে নতুন কী পরিবর্তন আসতে চলেছে? সেবিষয়ে বাজেটে কিছুই উল্লেখ করা হয়নি। তবে উচ্চশিক্ষায় কোনও দিশাই এই বাজেটে দেখতে পাওয়া যায়নি।