রঞ্জি ট্রফির শেষ চারের রাস্তা অনেকটাই পরিষ্কার বাংলার কাছে। রঞ্জি কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেটে হারিয়ে ২৩৮ রান করল মনোজ তিওয়াড়ির দল। বাংলার হয়ে দুরন্ত ইনিংস খেলেন অভিমন্যু ঈশ্বরণ এবং সুদীপ ঘরামি। ঝাড়খণ্ডের থেকে ৬৫ রান এগিয়ে বাংলা।
প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে বাংলার সামনে ১৭৩ রানের লক্ষ্য রাখে ঝাড়খণ্ড। দ্বিতীয় দিনে সেই লক্ষ্যে পৌঁছতে শুরুতেই ধাক্কা খায় বঙ্গ ব্রিগেড। মাত্র ১ রানে আউট হন কাজি জুনেইদ সৈফি। এরপর বাংলার রান সংখ্যা বাড়িয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন অভিমন্যু ঈশ্বরণ এবং সুদীপ ঘরামি। দুই ব্যাটারই অর্ধশতরান করেন। ১৪৬ রানের জুটি বাঁধেন তাঁরা। ৭৭ রান করেন অভিমন্যু। ৬৮ রান করেন সুদীপ। ২৫ রান করেন অনুষ্টুপ মজুমদার। ১৩ রান করেন মনোজ তিওয়াড়ি। বাংলার হয়ে ক্রিজে রয়েছেন শাহবাজ আহমেদ এবং অভিষেক পোড়েল। ১৮ রানে অপরাজিত শাহবাজ। ২৫ রানে অপরাজিত অভিষেক। তৃতীয় দিনে যতটা সম্ভব বেশি রান করার চেষ্টা করবে বাংলা। ঝাড়খণ্ডের হয়ে দুই উইকেট নেন সুপ্রীয় চক্রবর্তী। একটি করে উইকেট নেন আশিষ কুমার, শাহবাজ নাদিম এবং অনকুল রায়।
ম্যাচ শেষে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেন,” আমরা খুশি প্রথম ইনিংসে এগিয়ে। কিন্তু আমাদের লক্ষ্য তৃতীয় দিনে যতটা সম্ভব রান তোলা। দারুণ ইনিংস খেলেছেন অভিমন্যু এবং সুদীপ।”
আরও পড়ুন:তীর্থস্থানের পর এবার পাহাড়ে ট্রেকিং-এ বিরুষ্কা