তীর্থস্থানের পর এবার পাহাড়ে ট্রেকিং-এ বিরুষ্কা

0
3

তীর্থস্থানের পর এবার পাহাড়ে বিরাট কোহলি। স্ত্রী অনুষ্কা শর্মা এবং কন্যা ভামিকা নিয়ে পাহাড়ে ট্রেকিং-এ ভারতের তারকা ব‍্যাটার। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়া সিরিজ। নাগপুরে অজিদের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে ভারতীয় দল। তার আগে ছুটির মেজাজে রোহিত শর্মা-বিরাট কোহলিরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জয় করেই স্ত্রী এবং কন‍্যাকে নিয়ে ছুটিতে বিরাট কোহলি। কখনও তীর্থস্থান, কখনও বা পাহাড়। গতকালই দেখা গিয়েছে তীর্থস্থানে বিরাট কোহলি-অনুষ্কা শর্মা।  পূণ্যভূম ঋষিকেশে বিরুষ্কা। ঋষিকেশের স্বামী দয়ানন্দ গিরির আশ্রমে গিয়েছিলেন তাঁরা। সেখানে ব্রাহ্মণ ভোজের আয়োজন করেন বিরুষ্কা। আর এবার ট্রেকিং-এ তারকা জুটি। সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরাট-অনুষ্কা দু’জনই।

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)

সোশ্যাল মিডিয়ায় যে ছবি গুলো সামনে এনেছেন বিরুষ্কা, সেখানে দেখা যাচ্ছে লাঠি হাতে তাঁদের পাহাড়ে চড়তে। ভামিকাকেও দেখা যাচ্ছে বাবার কোলে চড়ে নদীর জল ছুঁতে। ভামিকাকে প্রকৃতির পাঠ দিচ্ছেন বিরুষ্কা। সেই সঙ্গে উত্তরাখণ্ডের প্রকৃতির ছবিও সমাজমাধ্যমে দিয়েছেন তাঁরা। ছবি দেখে বোঝা যাচ্ছে, পাহাড়ের কোলে দারুণ ছুটি উপভোগ করছেন তাঁরা।

 

View this post on Instagram

 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

আরও পড়ুন:বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে গ‍্যালারিতে স্ত্রী-কে কী ইঙ্গিত করেছিলেন মেসি? জানালেন স্বয়ং নিজেই