কয়লা পাচার মামলায়  নয়া মোড়, মূল অভিযুক্ত রত্নেশ বর্মার আত্মসমর্পণ

0
1

কয়লা পাচার মামলায়  নতুন মোড়। মঙ্গলবার আসানসোলের সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন অনুপ মাজি তথা লালা ঘনিষ্ঠ রত্নেশ বর্মা। অভিযোগ, ইসিএলের খনি থেকে পাচার হওয়া কয়লা কোথায় যাবে, কোন গাড়ি কোন গন্তব্যে যাবে, পুরোটাই দেখতেন তিনি। আপাতত অভিযুক্তকে একদিনের জেল হেফাজতে পাঠিয়েছে আসানসোল আদালত।

রত্নেশের আইনজীবী সোমনাথ চট্টরাজ বলেন, ‘‘আমার মক্কেল জামিনের জন্য আবেদন করেছিলেন। বিচারক সেই আবেদন খারিজ করে দিয়ে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।’’ কয়লা পাচার-কাণ্ডে রত্নেশের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল সিবিআই। বহু দিন ধরেই রত্নেশকে খুঁজছিল সিবিআই। তাঁর নাম রয়েছে চার্জশিটেও।

গত দু’বছর ধরে সিবিআইয়ের  কেস ডায়েরিতে পলাতক ছিলেন এই রত্নেশ। তাঁকে খুঁজে পাচ্ছিল না সিবিআই। রত্নেশকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল আদালত। আত্মসমর্পণ না করায় অভিযুক্তর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। শেষমেষ আদালতে আত্মসমর্পণ করলেন তিনি।

জানা গিয়েছে, রত্নেশ বর্মার বাড়ি নরসোমদা কোলিয়ারি। মঙ্গলবার পরিবারের তরফে জানানো হয়েছে, তার বিষয়ে কিছু জানেন না পরিবারের লোকজন। দু’বছর ধরে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ নেই পরিবারের।