সদ্য ক্রিকেটের বাইশগজ থেকে অবসর নিয়েছেন। তবে বল হাতে বাইশগজে না নামলেও, ক্রিকেটকে যে আলবিদা বলবেন না, তা আগেই জানিয়ে ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বলেছিলেন ক্রিকেটেই অন্য মেজাজে ফিরবেন। যেই কথা সেই কাজ। মহিলাদের আইপিএল-এ কোচ হচ্ছেন ঝুলন গোস্বামী। আসন্ন মহিলাদের আইপিএল-এ মুম্বই দলের কোচ হচ্ছেন বাংলার মেয়ে। মঙ্গলবার ইডেনে ম্যাচ দেখতে এসে এমনটাই জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ঝুলনকে প্রথমে কোচ হওয়ার জন্য আবেদন করেছিল দিল্লি ক্যাপিটালস।
এদিন ইডেন থেকে ম্যাচ দেখে বেরিয়ে যাওয়ার সময় সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “আমরা ঝুলনকে প্রস্তাব দিয়েছিলাম। তবে ও মুম্বইতে যাচ্ছে।” তবে এখনও ঝুলনের নাম সরকারি ভাবে ঘোষণা করেনি মুম্বই দল। মনে করা হচ্ছে মুম্বইয়ের কোচ হবেন তিনি।

এদিকে ভারতের অনুর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দলকে আরও একবার অভিনন্দন জানালেন বোর্ডের প্রাক্তন সভাপতি। এর আগে টুইট করেও অভিনন্দন জানিয়েছেন তিনি। এদিন মহারাজ বলেন,”বিশ্বকাপ জেতা সব সময়ই আলাদা অনুভুতি। দারুণ খেলেছে রিচারা। বিরাট ব্যাপার।”












































































































































