সাতসকালেই শহরজুড়ে অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED)। কেন্দ্রীয় বাহিনী নিয়ে শহরের একাধিক জায়গায় হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। বিভিন্ন দলে ভাগ হয়ে যান তাঁরা।


আরও পড়ুনঃ আচমকা দুদিন বন্ধ ইডির সদর কার্যালয়, কারণ কী!


জানা গিয়েছে, সিজিও কমপ্লেক্স থেকে বের হয়ে ইডি-র মোট ১২টি দলে ভাগ হয়ে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় তল্লাশি শুরু করেছে তারা। আনন্দপুর, ট্যাংরা, আলিপুর, নিউ আলিপুর, হেস্টিংস, বজবজ, মহেশতলার জেলাতেও তল্লাশি শুরু করেছে তারা। তবে কোন সূত্র ধরে এই তল্লাশি শুরু করেছে তারা, তা এখনও স্পষ্ট নয়। সম্প্রতি ইনকাম ট্যাক্স যে অভিযান চালিয়েছিল তাতে বেশ কয়েকটি জায়গায় বিপুল নগদ টাকার সন্ধান পাওয়া গিয়েছিল। মনে করা হচ্ছে, সেখান থেকে কিছু তথ্য পেয়েই মঙ্গলবারের অভিযানে বেরিয়েছে ইডি।





































































































































