তিলজলায় জুতোর গুদামে বি*ধ্বংসী অ*গ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে এলেও নেভেনি আ*গুন

0
1

সন্ধের মুখে শহরে অগ্নি*কাণ্ড। মঙ্গলবার তিলজলায় জুতোর গুদামে (Shoe Warehouse) আ*গুন লাগে। দমকলের ১০টি ইঞ্জিন আগুন (Fi*re) নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

এদিন, বিকেল ৫টা নাগাদ মুখে তিলজলার (Tiljala) ৪২ নম্বর বাস স্ট্যান্ডের (Bus Stand) কাছে একটি বহুতলের দ্বিতীয়তলের কারখানাটি আগুন লাগে। প্রথমে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পরে। দমকলের আরও ৫টি ইঞ্জিন পৌঁছয়। প্রথামিকভাবে তিনজন আটকে পড়লেও, পরে সবাইকে উদ্ধার করা গিয়েছে। দু’ ঘণ্টা পরেও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। তবে, আগুনের লেলিহান শিখা আটকানো গিয়েছে। ফলে আশপাশে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই।

আরও পড়ুন- এবার ২৪ ঘণ্টাতেই মিলবে দুচাকা ও চার চাকা গাড়ির ড্রাইভিং লাইসেন্স !