মালদহের নদী ভাঙন নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, গাজোলের (Gajole) প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, মালদহ-মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা ভাঙন কবলিত। তলিয়ে গিয়েছে বিঘার পর বিঘা জমি। নদীর পাশে ম্যানগ্রোভ ও উন্নত মানের ঘাস বপন করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। নদী এলাকার মানুষদের অন্যত্র সরিয়ে বাড়িঘর তৈরি ও জায়গা দেওয়ার কথা বলেন তিনি।

গঙ্গার ভয়াল গ্রাসে মালদহ মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ এলাকা তলিয়ে গিয়েছে। ভিটেমাটি হারিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় আশ্রয় নিয়েছেন ভাঙন কবলিত এলাকার মানুষ। বরাবরই মালদহ মুর্শিদাবাদ জেলার ভাঙন পীড়িত মানুষদের পাশে থেকেছে রাজ্য সরকার। অথচ এই দুই জেলার ভাঙন নিয়ে নীরব কেন্দ্রীয় সরকার। এলাকার বিজেপি সাংসদ থেকে শুরু করে বিধায়করাও হাত গুটিয়ে বসে রয়েছেন বলে অভিযোগ। জল চুক্তির ৭০০ কোটি টাকাও দেয়নি কেন্দ্র সরকার। তা সত্ত্বেও মালদহ মুর্শিদাবাদ জেলার ভাঙন প্রতিরোধে কাজ করে চলেছে রাজ্য সরকার। কিন্তু এই নদীর ভাঙন প্রতিরোধের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের কাঁধেই রয়েছে। ফরাক্কা ব্যারেজ প্রকল্পের অধীনে রয়েছে গঙ্গা নদীর ভাঙ্গন প্রতিরোধের দায়িত্ব। কিন্তু হাত গুটিয়ে রয়েছে ফরাক্কা ব্যারেজ প্রকল্প। এই নিয়ে বারবার আবেদন জানান তিনি। এদিন রাজ্যের তরফে কী কী ব্যবস্থা নেওয়া যায়, তার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- গোপালের নিশানায় কুন্তল, দাবির সত্যতা যাচাইয়ে ত্রয়ীকে একযোগে জেরার সম্ভাবনা ইডির




 
 
 
 
































































































































