বোলারদের দাপটে রঞ্জি কোয়ার্টার ফাইনালে দুরন্ত শুরু বাংলার, মাঠে হাজির সৌরভ

0
3

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে প্রথম দিনে বোলারদের সৌজন্যে দুরন্ত শুরু বাংলার। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে দুরন্ত বোলিং মুকেশ কুমার, আকাশ দীপের। তাদের বোলিং-এর দাপটেই প্রথম দিনের শেষে ১৭৩ ইনিংস শেষ ঝাড়খণ্ডের।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়াড়ি। প্রথমে ব‍্যাট করতে নেমে একের পর এক ধাক্কা খায় ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের হয়ে লড়াই চালান কুমার সুরয। ৮৯ রানে অপরাজিত তিনি। ২১ রান করেন পঙ্কজ কুমার। বাংলার হয়ে চার উইকেট নেন আকাশ দীপ। তিন উইকেট নেন মুকেশ কুমার। দুটি করে উইকেট নেন ঈশান পোড়েল এবং আকাশ ঘটক।

এদিন বাংলার রঞ্জি ম্যাচ দেখতে ইডেনে আসেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মরশুমে প্রথমবার মনোজ তিওয়াড়িদের খেলা দেখতে হাজির হলেন মহারাজ। চা বিরতির সময় ইডেনে খেলা দেখতে ঢোকেন তিনি। আলো কম হওয়ার কারণে বাংলার প্রথম ইনিংস শুরু হয়নি।

আরও পড়ুন:‘লখনউয়ে অবাক পিচ’, হার্দিকের মন্তব্যের পরই চাকরি গেল পিচ কিউরেটরের