পেশা বদলাতে চেয়েছিলেন ‘পাঠান’, ছবি মুক্তির পর প্রথমবার অকপট শাহরুখ !

0
3

প্রায় সাড়ে ৪ বছর ফিরে এসে বাজিমাত করলেন ‘পাঠান’ খান (Pathan)। ৫ দিনে ৫০০ কোটির রেকর্ড তৈরি করে বিশ্বের বিনোদন জগতে (Entertainment Industry)নজির গড়েছে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ পাঠান’ (Pathan)। সেই সাফল্যকে সঙ্গে নিয়েই এই প্রথম সিনেমা মুক্তির পর মন খুলে কথা বললেন বাদশা (Shahrukh Khan)। সোমবার যশরাজের স্টুডিওতে (YashRaj Studio)সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল আর সেখানেই ‘ পাঠান ২’-এর(Pathan 2) ইঙ্গিত দিলেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডর (Brand ambassador of Bengal)।

‘জিরো’ কার্যত শূন্যতায় নিয়ে গেছিল বলি বাদশার জনপ্রিয়তাকে। অন্তত এমনটাই মনে করেন তাঁর নিন্দুকেরা। সোমবার অকপট শাহরুখ বললেন মন্নতের বারান্দা বাঁচিয়ে রেখেছে তাঁকে। ২০১৮ সালের শেষের দিকে অনুস্কাকে সঙ্গে নিয়ে এক্সপেরিমেন্টের পথে হেঁটেছিলেন শাহরুখ। কিন্তু বক্স অফিসে ব্যর্থতা ছাড়া আর কিছুই আসে নি। এরপর শুরু দক্ষিণী ঝড়। দেশের তথাকথিত সুপারস্টারদের ভবিষ্যৎ নিয়েও সন্দিহান হয়ে পড়েছিলেন তাঁদের অনুরাগী ও সমালোচকরা। কোভিড দাপট সামলে ‘পাঠান’ রূপে প্রত্যাবর্তন করলেন কিং খান। মন্নতের বাথরুমে কেঁদে নিজেকে শক্ত করেছেন বাদশা। সঞ্চালক প্রশ্ন করলেন কোথা থেকে ঘুরে দাঁড়ানর অনুপ্রেরণা পেলেন তিনি? শাহরুখ জানান, “আমিও ভেঙে পড়ি, আমারও মন খারাপ হয়, কিন্তু ভগবান আমাকে একটা বারান্দা দিয়েছেন, আমি আমার দুঃখের সময়েও সেখানে আসি, আনন্দের সময়েও।” তিনি জানান কোভিড কালে রান্না শিখেছেন, এমনকি পেশা বদলের কথাও ভেবেছিলেন। ব্যবসায়িক সাফল্যে উচ্ছসিত শাহরুখের কাছে এই ছবির আসল চমকই হল জন আব্রাহম। প্রায় প্রত্যেকটি কথাতেই জনের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি। শাহরুখের মুখে শোনা যায়, দীপিকার প্রশংসাও। তবে সব শেষে ‘পাঠান ২’- এর ইঙ্গিতও দিয়ে গেলেন বাজিগর।