কলকাতা লিগে না খেলার জন‍্য আইএফএ-এর কাছে দুঃখপ্রকাশ করল এটিকে মোহনবাগান

0
12

কলকাতা লিগে না খেলায় আইএফএ-এর শৃঙ্খলারক্ষা কমিটির সভায় দুঃখপ্রকাশ করল এটিকে মোহনবাগান। পরপর দু’বছর কলকাতা লিগ না খেলায় আইএফএ শৃঙ্খলারক্ষা কমিটি বৈঠক ডেকেছিল। এই বৈঠকে এটিকে মোহনবাগানের পক্ষে থেকে যোগ দিয়েছিলেন ক্লাবের প্রতিনিধি বিনয় চোপড়া। আলোচনার পর ঠিক হয়, আগামী মরশুম থেকে কলকাতা লিগে ও আইএফএ শিল্ডে অংশ নেবে এটিকে মোহনবাগান।

এদিন আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, “কলকাতা লিগে তিন বড় প্রধানের কোনও একটা দল না খেললে লিগের জৌলুস কমে যায়। এটা আমারা সকলেই মানি। ওরা আমাদের যে যুক্তি দিয়েছেন তা একেবারে ফেলে দেওয়ার মত নয়। তাদের কাছে ২৫ জন ফুটবলার ছিল না। ডুরান্ড, কলকাতা লিগ পরপর হয়েছে। সঙ্গে তাদের এএফসি কাপের ম্যাচও ছিল। ফলে তাঁরা দল গড়তে পারেননি।”

এরপাশাপাশি অনির্বাণ দত্ত আরও বলেন, ”আমাদের এটিকে মোহনবাগান কর্তারা জানিয়েছেন, ঠিক কী কারণে তাঁরা কলকাতা লিগ খেলতে পারেননি। আমরাও বলেছি আমাদের সংবিধান অনুসারে এটা অপরাধ। তবে তাঁরা কথা দিয়েছেন, পরের মরশুম থেকে তাঁরা দল নামাবেন।” তবে শুধু কলকাতা লিগ নয়, আইএফএ শিল্ডেও খেলবে বলে জানান হয়েছে এটিকে মোহনবাগানের পক্ষ থেকে।

আরও পড়ুন:আগামিকাল রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে নামছে বাংলা