আইসিসি অনুর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন ভারত, শুভেচ্ছা মুখ‍্যমন্ত্রীর

0
1

আইসিসি অনুর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন ভারত।  ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে অনুর্ধ্ব-১৯ টি-২০ ক্রিকেটে বিশ্বজয় করেছে ভারতের মেয়েরা। ঝুলন গোস্বামী, মিতালি রাজদের বারবার স্বপ্নভঙ্গ হয়েছে। বোনেরা ক্রিকেটে প্রথম সুযোগেই বিশ্বসেরা। স্বপ্নপূরণ হয়নি ঝুলনের, কিন্তু পারলেন বাংলার রিচা, তিতাস, ঋষিতারা।  বাংলার তিন মেয়ে প্রথম বিশ্বজয়ের উজ্জ্বল নক্ষত্র। এতে উচ্ছ্বসিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে অনুর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

ট্যুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, “ভারতের অনুর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন। উদ্বোধনী অনুর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপে কী দুর্দান্ত জয়! এটি কেবলমাত্র শুরু, আমি নিশ্চিত যে ভারতের মেয়েরা আগামির দিনগুলিতে আরও শীর্ষে পৌঁছবে।“

আইসিসির এটাই উদ্বোধনী অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ। তাতে প্রথমবারই চ্যাম্পিয়ন হল ভারত। এই অসাধ্য সাধনে অবদান থাকল হুগলি ও শিলিগুড়ির দুই বঙ্গ কন্যার। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আবেগে ভাসলেন তিতাস সাধু ও রিচা ঘোষরা।