রাজ্যের সব পুরসভাকে কড়া নির্দেশ ফিরহাদের, কী লিখলেন চিঠিতে

0
2

রাজ্যের সমস্ত পুরসভাকে বরাদ্দ টাকা খরচের হিসাব দ্রুত পেশ করার নির্দেশ দিয়ে চিঠি দিলেন পুর ও নগোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। চিঠিতে তিনি জানিয়েছেন, পঞ্চদশ অর্থ কমিশনের অর্থ মঞ্জুরির জন্য চূড়ান্ত অডিটেড অ্যাকাউন্টস পুরসভার তরফে জমা করা বাধ্যতামূলক। ২০১০-২০১৭ সাল পর্যন্ত, ক্যাগের বকেয়া অনুসন্ধানেরও জবাব দিতে হবে জরুরি ভিত্তিতে। পেশ করতে হবে বিধানসভায়। রাজ্যের সব পুরসভার চেয়ারম্যান এবং পুরনিগমগুলির মেয়রদের এই চিঠি দিয়েছেন পুরমন্ত্রী। ১৫ ফেব্রুয়ারির মধ্যে সেই হিসেব জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

জানা গিয়েছে, রাজ্যের বেশিরভাগ পুর কর্পোরেশন এবং পুরসভা সরকারি অর্থব্যয়ের হিসেব যথাসময়ে দাখিল করছে না। গত কয়কবছরে কেন্দ্রীয় সংস্থা সিএজি এই অভিযোগ করেছে বারবার। সেই সূত্রেই ফিরহাদ রাজ্যের পুরসভাগুলিকে চিঠি দিয়ে জানিয়েছেন, অধিকাংশ কর্পোরেশন এবং পুরসভা চূড়ান্ত পরীক্ষিত হিসেব দিচ্ছে না। ক্যাগের (CAG) বকেয়া অনুসন্ধানেরও কোনও তথ্য জমা পড়েনি। অডিট প্যারার জবাবও দিচ্ছে না। কিন্তু এই গাফিলতির কারণে ভবিষ্যতে অর্থবরাদ্দ আটকে যাবে। বহু পুরসভা বছরের পর বছর সরকারি টাকার হিসেব দিচ্ছে না। সেগুলি অগ্রাধিকারের ভিত্তিতেই জমা দিতে হবে। অন্যথায় বন্ধ করে দেওয়া হবে মানুষের নিত্যপরিষেবার সঙ্গে যুক্ত প্রকল্পগুলির টাকা। সেক্ষেত্রে সংশ্লিষ্ট পুরসভাগুলিকেই নাগরিকদের কাছে কৈফিয়ত দিতে হবে। তাই আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট বিভাগীয় কর্তার কাছে সমস্ত বকেয়া হিসেব জমা দিতে হবে। না হলে চরম সঙ্কটে পড়েছেন রাজ্যের কয়েক কোটি মানুষ।

আরও পড়ুন- Australia : আ*ক্রান্ত ৫ ভারতীয়, খালি*স্তানি তা*ণ্ডবে উত্ত*প্ত মেলবোর্ন