বর্ধমানে ক্রিস গেইল ! ভক্তদের সামলাতে হিমশিম পুলিশ

0
1

প্রতি বছরের মতো এবারও বর্ধমানের রাজনন্দিনী কাপ ক্রিকেট প্রতিযোগিতা জাঁকজমকের সঙ্গে আয়োজন করা হয়েছিল। ঐতিহ্যশালী এই প্রতিযোগিতার শেষ দিনে এবার হাজির ছিলেন কিংবদন্তি ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারকে নিয়ে রবিবার তৈরি হল চরম বিশৃঙ্খলা, যা দেখে রীতিমতো ঘাবড়ে যান এই প্রাক্তন ব্যাটার।

বর্ধমানের মালির মাঠে আয়োজিত টেনিস বলের রাজনন্দিনী কাপ প্রতিযোগিতায় এর আগে একাধিক তারকা ক্রিকেটার এসেছেন। কে নেই সেই তালিকায় ? কপিলদেব, ব্রায়ান লারা, গৌতম গম্ভীর-সহ বহু ক্রিকেটার মালির মাঠে উপস্থিত থেকেছেন।
চার দিন ধরে চলা টেনিস বলের প্রতিযোগিতার শেষ দিন ছিল রবিবার। আসার কথা ছিল গেইলের। মারকুটে এই ওপেনারকে দেখার জন্যে সকাল থেকেই ক্রিকেটভক্তদের উন্মাদনা ছিল।

রবিবার ছিল শেষ দিনের খেলা। দুপুর ২টো নাগাদ বর্ধমানে পৌঁছন গেইল। তার পরেই তৈরি হয় চরম বিশৃঙ্খলা। দর্শকদের হুড়োহুড়িতে পদপিষ্ট হন বেশ কয়েকজন। বিশৃঙ্খলা থামাতে পুলিশ নাজেহাল হয়। এক সময়ে উন্মত্ত দর্শকরা পুলিশের ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে যান। তাঁর ফাঁকেই হুড খোলা গাড়িতে গেইলকে মাঠ প্রদক্ষিণ করতে দেখা যায়। গেইলের নিরাপত্তা সুনিশ্চিত করতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল। তারপরও ক্যারিবিয়ান ক্রিকেটারের এই জনপ্রিয়তার কাছে হার মেনেছে সবকিছুই।